২০মার্চ ২০১৭ ১৫তম ইরাক আক্রমণ দিবসে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

17361665_275096909585528_1650106993094565682_n

তারিখঃ ২০/০৩/২০১৭

-ঃপ্রেস বিজ্ঞপ্তিঃ-

২০মার্চ  ২০১৭  ১৫তম ইরাক আক্রমণ দিবসে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আজ ২০ মার্চ সোমবার বিকাল ৪:৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইরাক আক্রমণ দিবসে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসাবে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিক। বক্তব্য রাখেন সহ-সভাপতি খলিলুর রহমান খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি হাবিবউল্লা বাচ্চু, এনডিএফের সাধারণ সম্পাদক ব্রিগে. জেনা. (অবঃ) এম জাহাঙ্গীর হুসাইন, কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান কবির প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থায় অর্থনৈতিক মন্দার কারণে বাজার দখল-পূনর্দখলকে কেন্দ্র করে বিশ্বব্যপী যুদ্ধ উন্মাদনার ধারাবাহিকতায় আফগানিস্থান, ইরাক, সিরিয়া আক্রমণসহ দেশে দেশে যুদ্ধ বাঁধাচ্ছে। উল্লেখ্য যে, বিশ্ব বাজার পুনর্বণ্টন নিয়ে ২০০৩ সালে বিশ্ব সাম্রাজ্যবাদের মোড়ল মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্ব বাজারে তার আধিপত্য বিস্তার করার লক্ষ্যে এবং প্রতিপক্ষকে মোকাবেলায় ইরাকের উপর সামরিক আক্রমণ চালায় তা ছিল বিশ্বযুদ্ধের প্রস্তুতির অংশ। বিশ্বব্যাপি চলমান অন্যায় যুদ্ধে বাংলাদেশকে সম্পৃক্ত করতে সাম্রাজ্যবাদী সকল শক্তি ও তার দালালরা ষড়যন্ত্র-চক্রান্ত অব্যাহত রেখেছে। তাই আজ বিশ্বের দেশে-দেশে নিপীড়িত জাতি ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে শ্রমিক-কৃষক-মেহনতী মানুষের মুক্তি তরান্বিত করতে হবে।

বার্তা প্রেরক

প্রকাশ দত্ত

সহ-সম্পাদক

কেন্দ্রীয় কমিটি

০১৯২৪০৪৮১৩৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *