তারিখঃ ২৭/০২/২০১৭
প্রেস বিতারিখঃ ২৭/০২/২০১৭
প্রেস বিজ্ঞপ্তিঃ-
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবীতে আজ বিকাল সাড়ে ৪ টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর কেন্দ্রীয় সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিক। বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ব্রিগে. জেনা. (অব) এম জাহাঙ্গীর হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, শাহজাহান কবির, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান খান। পরিচালনা করেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রভূ সাম্রাজ্যবাদ ও তার দালালদের লুটপাটের স্বার্থে জাতীয় ও গণ স্বার্থ উপেক্ষা করে দফায় দফায় গ্যাসের দাম বৃদ্ধি করে চলেছে। এর ফলে জাতীয় ও জনজীবনের সংকট বৃদ্ধি করে জীবনযাত্রাকে আরো দূর্বিসহ করে চলেছে। ক্ষমতাসীন মহাজোট সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে সকল সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা এবং বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে সাম্রাজ্যবাদের স্বার্থে দালাল নয়াউপনিবেশিক ভারতকে খুশি করতে সকল মতামতকে উপেক্ষা করে স্বৈরাচারীভাবে জাতীয় ও গণস্বার্থ বিরোধী চুক্তি ও ভূমিকা গ্রহণ করে চলেছে। আজ তাই প্রয়োজন সাম্রাজ্যবাদ ও তার দালাল বিরোধী শক্তির ঐক্য গড়ে তুলে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করা।
বার্তা প্রেরক
প্রকাশ দত্ত
সহ-সাধারণ সম্পাদক