সংবাদ বিজ্ঞপ্তি
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সভা : জাতীয় ও জনজীবনের জরুরি সমস্যা নিয়ে আন্দোলন গড়ে তোলার আহবান
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট -এনডিএফ র কেন্দ্রীয় সভা অদ্য ১৪ জুলাই -১৭ সকাল ১০.৩০ টায় কেন্দ্রীয় কার্যালয় ৮ বি বি এভিনিউ (৩য় তলা) গুলিস্তান, ঢাকা -১০০০ তে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সহ -সভাপতি চৌধুরী আশিকুল আলম এর সভাপতিত্বে বৈঠকটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ব্রি, জে, (অব,) এম জাহাঙ্গীর হোসাইন। বৈঠকে আন্তর্জাতিক ও জাতীয় পরিস্থিতির উপর আলোচনা করে সংগঠন সংগ্রাম বিকাশের প্রেক্ষিতে মত প্রকাশের পাশাপাশি জাতীয় ও জনজীবেনর জরুরি সমস্যা নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, প্যারিস জলবায়ু চুক্তি ও জি -২০ এর শীর্ষ সম্মেরনের মধ্য দিয়ে আন্ত: সাম্রাজ্যবাদী দ্বন্দ্বের প্রকটতর প্রকাশ ঘটেছে, যা পুঁজিবাদী -সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার চলমান সংকট অবশ্যাম্ভাবী বিশ্বযুদ্ধের দিকে যাওয়ার ইঙ্গিত পরিলক্ষিত হয়। এর অংশ হিসেবে সাম্রাজ্যবাদের দালাল বাংলাদেশের ক্ষমতাসীন সরকার ও শোষক শ্রেণী জনগনের উপর নিপীড়ন নির্যাতন ও শোষণ তীব্রতর করেছে। অবাধ লুঠপাট ও দুর্নীতির কারণে চাল -ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর উর্দ্ধগতি, অকাল বন্যাসহ বন্যায় বিপর্যস্ত জনপদ, বিভাগীয় শহর স্থাপনের নামে হাজার হাজার জনগণকে ভিটেমাটি থেকে উচ্ছেদ, পাহাড় ধস ও বয়লার বিস্ফোরণে ব্যাপক মানুষের হতাহতের ঘটনার প্রেক্ষিতে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও অন্যান্য দাবীতে লাগাতার আন্দোলন গড়ে তোলার জন্য নেতৃবৃন্দ আহবান জানান। রুশ বিপ্লবের শত বার্ষিকী যথাযথভাবে উদযাপন করতে উদযাপন কমিটি গঠনসহ দেশব্যাপী কর্মসূচী গ্রহণের নেতৃবুন্দ আহবান জানান। সভার শুরুতেই শোক প্রস্তাব গ্রহণ ও দাঁড়িয়ে ১ মিনিট শোক নিরবতা পালন করা হয়। এরপর সাধারণ সম্পাদক জাতীয় আন্তর্জাতিক অর্থনীতি -রাজনীতি পরিস্থিতি ও আন্দোলন -সংগ্রামের লিখিত রিপোর্ট উত্থাপন করেন। সভায় বক্তব্য রাখেন, এনডিএফ -র সহসভাপতি শ্যামল কুমার ভৌমিক, হাবীবুল্লাহ বাচ্চু, খলীলুর রহমান, সহ -সাধারণ সম্পাদক শাহজাহান কবীর, মোহাম্মদ ইয়াসিন, প্রকাশ দত্ত, সাংগঠনিক সম্পাদক বিএম শামীমুল হক, কোষাধ্যক্ষ মোহাম্মদ সুলতান, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার, যুব বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান খান, সদস্য -এড মনসুর হাবীব, নুরু মিয়া, হাফিজ উদ্দিন, ওবায়দুল্লাহ সাগর। জয়দ্বীপ দাস চম্পু, মোক্তারুল ইসলাম মুক্তি, রজত বিশ্বাস, জাহাঙ্গীর আলম মুকুল, আতিকুল ইসলাম টিটু, তৌফিক হাসান পাপ্পু, আনোয়ার হোসেন, মামুন মিয়া, রহমত আলী, সামসুদ্দিন আহমেদ, আবুল হোসেন, আক্তার হোসেন প্রমুখ।
বার্তা প্রেরক
প্রকাশ দত্ত
সহ -সাধারণ সম্পাদক।