অবিলম্বে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) ও ফেয়ার প্রাইসের চাল বিতরণের দাবিতে তাহিরপুরে কৃষক সংগ্রাম সমিতির উদ্যোগে কৃষক সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।
অদ্য ১২/০৭/২০১৭ ইং রোজ বুধবার বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে হাওর অঞ্চলের কৃষকদের মধ্যে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) ও ফেয়ার প্রাইসের চাল বিতরণ সহ ০৯ দফা দাবিতে তাহিরপুর বাজারে এক কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। দুপুর ০২:০০ ঘটিকার সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, তাহিরপুর উপজেলা শাখার সভাপতি ছয়ফুল ইসলাম, সাধারণ সম্পাদক আকিকুর রেজা। এছাড়াও বক্তব্য রাখেন কৃষক নেতা দ্বীজেন্দ্র লাল পুরকায়স্থ, আব্দুর রব সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি তাহিরপুর বাজার ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ের সম্মুখে গিয়ে শেষ হয়। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ০৯ দফা দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করা হয়।
বার্তা প্রেরক-
আকিকুর রেজা
সাধারণ সম্পাদক
কৃষক সংগ্রাম সমিতি
তাহিরপুর উপজেলা শাখা