প্রেস বিজ্ঞপ্তি তাং-২১/০৯/১৭
কৃষকনেতা সুজন মিয়াকে মিথ্যা মামলায় গ্রেফতার ও র্যাব কতৃক নির্মম নির্যাতনের নিন্দা, তীব্র প্রতিবাদ এবং তার নিঃশর্ত মুক্তির দাবী জানান-এআইডিইউ
সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক ঐক্য (এআইডিইউ)-এর সমন্বয়কারী, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক ব্রিগেঃ জেনাঃ (অবঃ) এম. জাহাঙ্গীর হুসাইন, সদস্য, জাতীয় বিপ্লবী ফ্রন্টের সভাপতি শ্রমিক আবুল হোসেন, সদস্য, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শামসুজ্জোহা এক যুক্ত বিবৃতিতে বলেন, সিলেট জেলা কৃষক সংগ্রাম সমিতির যুগ্ম-আহবায়ক এবং রাবার শ্রমিক সংঘের যুগ্ম-সম্পাদক মোঃ সুজন মিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গত ১৫ সেপ্টেম্বর ভোর ৪টায় র্যাব-৯ তার নিজ বাড়ী থেকে আটক পূর্বক নির্মম নির্যাতন করে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আটক সুজনকে ৫দিন পর গত ১৯ সেপ্টেম্বর বিকালে আদালতে সোপর্দ করে। তার নামে রাতারাতি ২০টি মামলা দায়ের করে। এ সকল মামলা মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক। প্রকৃত ঘটনা হলো, ৪দলীয় জোট সরকার আমলে জামাত নেতা রহমান আল মক্কা হাউজিং কোম্পানীর মাধ্যমে ১১টি গ্রামের দরিদ্র কৃষকদের উচ্ছেদ করে আবাসন প্রকল্প তৈরী করতে চেয়েছিল। কিন্তু এলাকার জনগণ ভিটে-মাটি এবং চাষের জমি থেকে উচ্ছেদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুললে তা কার্যকরি করতে পারে না। পরবর্তীতে ক্ষমতার পালাবদল ঘটলে বর্তমান সরকারী দলের কতিপয় নেতার লোলপ দৃষ্টি পড়ে ঐ ভুমির উপর। তারাই সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন সময় এলাকার নিরিহ কৃষক-জনগণের উপর হামলা চালায় এবং সরকারী আইন প্রয়োগকারী সংস্থাসমুহকে ব্যবহার করে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার-নির্যাতন-দমন-পিড়ন চালায়। এই পরিস্থিতির শিকার মোঃ সুজন মিয়া। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও র্যাবের হাতে আটক অবস্থায় নির্যাতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
বার্তা প্রেরক
প্রকাশ দত্ত
সদস্য
এআইডিইউ
০১৯-২৪০৪-৮১৩৯