তারিখঃ ১৯/০৯/২০১৭ প্রেস বিজ্ঞপ্তি
ওএমএসের চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি করা ও চালের লাগামহীনভাবে দাম বৃদ্ধির প্রতিবাদ –
বাজারে হঠাৎ করে চালের কেজি প্রতি ৬/৭ টাকা মূল্য বৃদ্ধি, ওএমএসের চাল ১৫ টাকা থেকে বৃদ্ধি করে ৩০ টাকা করার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির । নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন, সরকার তার প্রচার-প্রচারনায় বলে বেড়াচ্ছে দেশে কোন খাদ্য সংকট নেই। অথচ ফসলহারা হওরাঞ্চলে খাদ্য অভাব বিরাজমান, দেশের উত্তরাঞ্চলে বন্যা পরবর্তী সময়ে খাদ্য অভাব চলছে। তার উপরে চালসহ দ্রব্যমূল্য লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। সরকারের এহেন মিথ্যা প্রচারনা বন্ধ করে খাদ্য সংকট মোকাবেলায় জরুরীভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানান। নেতৃবৃন্দ চালসহ দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে শ্রমিক-কৃষক-জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
বার্তা প্রেরক
কামরুল হক লিকু
যুগ্ম সম্পাদক
কেন্দ্রীয় কমিটি
মোবা.-০১৭-১১২৭-৩৫০৩