তারিখঃ ১৭/০৯/২০১৭ প্রেস বিজ্ঞপ্তি
কৃষক সংগ্রাম সমিতির সিলেট জেলার যুগ্ম-আহ্বায়ক সুজন মিয়াকে নিয়ে র্যাব-৯ এর সংবাদ সম্মেলনে ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যমূলকভাবে তাকে “সন্ত্রাসী বাহিনীর গড ফাদার” আখ্যায়িত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ
গত ১৫ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা পুলিশ মাখরখলা এলাকা থেকে কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলার যুগ্ম-আহ্বায়ক ও সিলেট রাবার শ্রমিক সংঘের যুগ্ম-সম্পাদক সুজন মিয়াকে আটক করে তাকে নির্মমভাবে নির্যাতন করে গুরুতর আহত করা হয়েছে। গতকাল র্যাব-৯ এক সংবাদ সম্মেলনে তাকে “সন্ত্রাসী বাহিনীর গড ফাদার” আখ্যায়িত করে। এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান কৃষক সংগ্রাম সমিতি কে›ন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির। নেতৃবৃন্দ বলেন, সুজন মিয়া রাবার বাগানের নিয়মিত শ্রমিক, সে নিয়মিত ডিউটি করে আসছে। এমতাবস্থায় তাকে পলাতক ও সময়ে সময়ে স্থান পরিবর্তন করে আসছে বলে যে অভিযোগ করা হয়েছে তাও ভিত্তিহীন ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। তার উপর চাঁদাবাজীর অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন। এবং তাকে আটকাবস্থায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাজানো, ভিত্তিহীন, অমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। র্যার-৯ এর এই ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান। উল্লেখ্য, সুজন মিয়া কালাগুল রাবার শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এবং কালাগুল মৌজার কৃষকদের ভূমি রক্ষার জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছিলেন। স্থানীয় ভূমি খেকোরা পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তার নামে মিথ্যা মামলা দায়ের করে তাকে হত্যার ষড়যন্ত্র করছে।
এর প্রতিবাদে এবং সুজনের নিঃশর্ত মুক্তির দাবীতে ১৮ সেপ্টেম্বর সোমবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
বার্তা প্রেরক
শাহজাহান কবির
সাধারণ সম্পাদক
মোবাঃ ০১৭১২-০৫৮২৪৫।