তারিখঃ ১৫/০৯/২০১৭ প্রেস বিজ্ঞপ্তি
কৃষক সংগ্রাম সমিতির সিলেট জেলার যুগ্ম-আহ্বায়ক সুজন মিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার ও পুলিশী নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ-
আজ ১৫ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা পুলিশ মাখরখোলা এলাকা থেকে কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলার যুগ্ম-আহ্বায়ক ও সিলেট রাবার শ্রমিক সংঘের যুগ্ম-সম্পাদক সুজন মিয়াকে আটক করে তাকে নির্যাতন করে গুরুতর অবস্থায় সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে ভর্তি করেছ। উল্লেখ যে সুজন মিয়া কালাগুল রাবার শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এবং কালাগুল মৌজার কৃষকদের ভূমি রক্ষার জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছিলেন। স্থানীয় ভূমি খেকোরা পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তার নামে মিথ্যা মামলা দায়ের করে তাকে হত্যার ষড়যন্ত্র করছে। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে তার সুচিকিৎসার ব্যবস্থা করার এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে নিশর্ত মুক্তির দাবি জানান। সাথে সাথে পুলিশী হেফাজতে বিনা বিচারে নির্যাতনের প্রতিবাদ জানান। সুজন মিয়াকে নির্যাতনে মানবাধিকার লংঘনের বিষয়ের উপর দিক পাত করে বলেন সারা দেশে আজ গুম, হত্যা, পুলিশী নির্যাতন বৃদ্ধি পেয়ে চলেছে, মৌলিক অধিকার ও মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বার্তা প্রেরক
শাহজাহান কবির
সাধারণ সম্পাদক
মোবাঃ ০১৭১২-০৫৮২৪৫