তারিখ ঃ ২১/১০/১৭ প্রেস বিজ্ঞপ্তি
২২ অক্টোবর ২০১৭ রবিবার বিকাল ৩টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে খুলনা হাদিস পার্কে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ স্থগিত
প্রাকৃতিক দূর্যোগ তথা মৌসুমী বায়ুর প্রভাবে ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে আগামীকাল ২২ অক্টোবর ২০১৭ রবিবার বিকাল ৩টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে খুলনা হাদিস পার্কে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ স্থগিত করা হয়েছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ এম.এ করিম ও সাধারণ সম্পাদক ব্রিগেঃ জেনাঃ (অবঃ) এম. জাহাঙ্গীর হুসাইন এক যুক্ত বিবৃতিতে আগামীকালের উক্ত খুলনা বিভাগীয় সমাবেশ স্থগিত করে সমাবেশের পরবর্তি তারিখ পুনঃনির্ধারণ পূর্বক ঘোষণা করবেন বলে জানিয়ে দিয়েছেন।
বার্তা প্রেরক
বি.এম. শামীমুল হক
সাংগঠনিক সম্পাদক
মোবাঃ ০১৭-১২৭৫-২৮৫৭