তারিখ ঃ ২১/১১/১৭ শোক বিজ্ঞপ্তি
প্রবীন কৃষকনেতা কোব্বাছ আলী (১০৭) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ
কৃষক সংগ্রাম সমিতির গাইবান্ধা জেলা সভাপতি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট গাইবান্ধা জেলার যুগ্ম-আহ্বায়ক প্রবীন কৃষকনেতা কোব্বাছ আলী (১০৭) আজ ২১ নভেম্বর ২০১৭ মঙ্গলবার সকাল ৮ টায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ডাঃ এম.এ করিম ও সাধারণ সম্পাদক ব্রিগেঃ জেনাঃ (অব) এম. জাহাঙ্গীর হোসাইন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি শ্যামল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি হাবিবুল্লা বাচ্চু ও সাধারণ সম্পাদক আশিকুল আলম চৌধুরী, জাতীয় ছাত্রদলের আহ্বায়ক কামরুল হক লিকু ও যুগ্ম-আহ্বায়ক তৌফিক হাসান পাপ্পু, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি শ্যামল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান খান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ ইয়াছিন ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, গণতান্ত্রিক মহিলা সমিতির আহ্বায়ক রাজিয়া সুলতানা ও যুগ্ম-আহ্বায়ক জিন্নাত আরা প্রমুখ। নেতৃবৃন্দও শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি ক্রুশ্চেভ-ব্রেজনেভ-গর্ভাচেভ মার্কা সংশোধনবাদ, তিন-বিশ্ব তত্ত্ব ও মাওবাদ মার্কা সংশোধনবাদসহ ৬০-এর দশকের থেকে পাকিস্তান ও বাংলাদেশ আমলে সকল রূপের সুবিধাবাদ-সংশোধনবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সকল কৃষক আন্দোলন ও সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে নানা পর্যায়ে ভূমিকা রেখেছেন।
বার্তা প্রেরক
প্রকাশ দত্ত
সহ-সাধারণ সম্পাদক
মোবাঃ ০১৯-২৪০৪-৮১৩৯।