তারিখ ঃ ২৫/১১/১৭ প্রেসবিজ্ঞপ্তি
‘পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার গভীর সংকট এবং রুশ বিপ্লবের মহান শিক্ষা ও বৈপ্লবিক দিকনির্দেশনা’ শীর্ষক সেমিনার
মহান রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপনের মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২৬ নভেম্বর ২০১৭ রবিবার বিকাল ৪টায় ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তন, পুরাতন পল্টন, ঢাকায় এক সেমিনারের আয়োজন করা হয়েছে। ‘পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার গভীর সংকট এবং রুশ বিপ্লবের মহান শিক্ষা ও বৈপ্লবিক দিকনির্দেশনা’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করবেন মহান রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক হাবিবুল্লা বাচ্চু। কর্মসূচি বাস্তবায়নে উদযাপন কমিটিভূক্ত সকল সংগঠন ও বিপ্লব আকাঙ্খি সকল নেতা-কর্মি-দরদী-সমর্থকদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্যে উদযাপন কমিটির আহ্বায়ক হাবিবুল্লা বাচ্চু ও যুগ্ম-আহ্বায়ক মোঃ ইয়াছিন বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।
বার্তাপ্রেরক
প্রকাশ দত্ত
সদস্য, মহান রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন কমিটি
০১৯২৪০৪৮১৩৯