কোটা সংস্কার আন্দোলনে সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা-মারপিট ও পুলিশী নির্যাতনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

36456968_2039556912781520_4613345001085075456_n

সূত্র ঃ তারিখ ঃ ০৪/০৭/২০১৮
প্রেসবিজ্ঞপ্তি
কোটা সংস্কার আন্দোলনে সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা-মারপিট ও পুলিশী নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর সভাপতি ডাঃ এম এ করিম ও সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম জাহাঙ্গীর হুসাইন এক যুক্ত বিবৃতিতে-সারাদেশে সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর ছাত্রলীগের পৈশাচিক হামলা-মারপিট এবং পুলিশী নির্যাতনে উদ্বেগ প্রকাশ করে বলেন ন্যায় সঙ্গত দাবি নিয়ে ধারাবাহিক আন্দোলন-সংগ্রাম করছিল সাধারণ ছাত্র-ছাত্রীরা। তাদের উপর নগ্ন হামলা করে স্বৈরতন্ত্রের জঘন্যরূপ উন্মোচিত করলো সরকার। নেতৃবৃন্দ অবিলম্বে তা বন্ধ করার দাবি জানান। সাথে সাথে ন্যায্য দাবি মেনে নেওয়ার দাবি জানান। একইসাথে শ্রমিক-কৃষক-জনগণসহ বিভিন্ন শ্রেণি পেশার আন্দোলন দমনে সরকারের রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র সমাজ ও দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে সকল প্রকার স্বৈরতান্ত্রিক পদক্ষেপ মোকাবেলা করার আহ্বান জানান এবং ন্যায় সংগত দাবির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বার্তাপ্রেরক
আতিকুল ইসলাম টিটু
সদস্য
কেন্দ্রীয় কমিটি
০১৯১৪৯০৯২৬৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *