কোটা সংস্কার, শিক্ষকদের এমপিও ভূক্তির আন্দোলনসহ সকল শ্রেণি পেশার ন্যায্য দাবির আন্দোলনের সমর্থনে এবং সরকারের দমন-পীড়ন, নির্যাতন, দলীয় ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১০-০৭-১৮

প্রেসবিজ্ঞপ্তি তাং১০/০৭/২০১৮
কোটা সংস্কার, শিক্ষকদের এমপিও ভূক্তির আন্দোলনসহ সকল শ্রেণি পেশার ন্যায্য দাবির আন্দোলনের সমর্থনে এবং সরকারের দমন-পীড়ন, নির্যাতন, দলীয় ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত-

১০ জুলাই ২০১৮ বিকাল ৪:৩০ মিনিটে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বেকারত্ব-দারিদ্রতার জন্য দায়ী প্রচলিত আর্থ-সামাজিক ব্যবস্থা পরিবর্তনের সংগ্রাম বেগবান করার পাশাপাশি কোটা সংস্কার, শিক্ষকদের এমপিও ভূক্তির আন্দোলনসহ সকল শ্রেণি পেশার ন্যায্য দাবির আন্দোলনের সমর্থনে এবং সরকারের দমন-পীড়ন-নির্যাতন, রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাসের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর সহ-সভাপতি খলিলুর রহমান। বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর সহ-সভাপতি হাবিবউল্লা বাচ্চু, সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম জাহাঙ্গীর হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান খান, জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য বাপ্পী দত্ত প্রমূখ। সমাবেশ পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। বক্তারা বলেন, ক্ষমতাসীন স্বৈরাচারী মহাজোট সরকার সাধারন ছাত্রদের কোটা সংস্কার, শিক্ষকদের এমপিও ভূক্তির আন্দোলনসহ সকল শ্রেণি পেশার ন্যায় সংগত আন্দোলন দমনে সব সময়ই চরম স্বৈরাচারী পন্থায় দলীয় ও রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে দমন করে চলেছে। সমসাময়িক সময় ভিন্ন লক্ষ্যকে সামনে রেখে মাদক বিরোধী অভিযানের নামে বিনা বিচারে হত্যাকান্ড ঘটিয়ে সস্তা জনপ্রিয়তা অর্জনের পাশপাশি জনমনে ভীতসন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করে স্বীয় লক্ষ্য হাসিলে তৎপর রয়েছে। একইসাথে বাক, ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ করার পরও মুখে গণতন্ত্রে বুলি আউড়িয়ে চলছে। সবশেষে নেতৃবৃন্দ দেশের চলমান সংকট ও শ্রমিক-কৃষক-জনগণের মুক্তির লক্ষ্যে সাম্রাজ্যবাদ বিরোধী সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে প্রচলিত আর্থ-সামাজিক ব্যবস্থা পরিবর্তনের সংগ্রাম বেগবান করার আহ্বান জানান।

বার্তাপ্রেরক
আতিকুল ইসলাম টিটু
সদস্য
কেন্দ্রীয় কমিটি
০১৯১৪৯০৯২৬৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *