৫ আগস্ট ২০১৮ বিকাল ৪টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ঢাকাস্থ কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক সভা

38509682_652858955092338_451579355491991552_o

তারিখ ঃ ০৫/০৮/২০১৮ প্রেসবিজ্ঞপ্তি
৬ আগস্ট ২০১৮ সোমবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

সড়কে ধারাবাহিকভাবে দুর্ঘটনার প্রক্রিয়ায় গত ২৯ জুলাই ঢাকার বিমান বন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই ছাত্রছাত্রী নির্মমভাবে হত্যার প্রতিবাদে গড়ে ওঠা কিশোর-কিশোরীদের বিক্ষোভ আন্দোলনের ন্যায্য দাবির সাথে একাত্মতা প্রকাশ করে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ঢাকাস্থ কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক সভা কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিব উল্লা বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি খলিলুর রহমান খান, সাধারণ সম্পাদক ব্রিগেঃ জেনাঃ (অবঃ) এম. জাহাঙ্গীর হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন, শাহজাহান কবির, প্রকাশ দত্ত, সদস্য আক্তারুজ্জামান খান, রহমত আলী, রহিমা জামাল, কামরুন্নাহার, কামরুল হক লিকু প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, দেশে সড়ক ও পরিবহনের অব্যবস্থাপনার দায় সরকার ও মালিকগোষ্ঠি এড়াতে পারে না। বিগত সপ্তাহের অধিককাল দেশের যোগাযোগ ব্যবস্থা অচল থাকায় শ্রমিকসহ যাত্রি-সাধারণ চরমভাবে ভুক্তভোগি। এমতাবস্থায় কোমলমতি ছাত্রছাত্রীদের ওপর সরকারের পেটোয়া বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা থেকে বিরত থাকার জন্যে আহ্বান জানানো হয়। সাথে সাথে নিরাপদ সড়কের দাবি আদায়ে সা¤্রাজ্যবাদ সামন্তবাদ বিরোধী গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার প্রতিষ্ঠার দাবিতে শ্রমিক-কৃষক-ছাত্র-জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এ লক্ষ্যে আগামীকাল ৬ আগস্ট ২০১৮ সোমবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উক্ত কর্মসূচি সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মি-দরদি-সমর্থকদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

বার্তাপ্রেরক

আতিকুল ইসলাম টিটু
সদস্য
কেন্দ্রীয় কমিটি
০১৯১৪৯০৯২৬৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *