সূত্র ঃ তারিখ ঃ ০৬/০৮/২০১৮ প্রেসবিজ্ঞপ্তি
সাধারণ ছাত্রছাত্রীদের ওপর দলীয় ও রাষ্ট্রীয় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত
৬ আগস্ট ২০১৮ সোমবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সড়কে ধারাবাহিকভাবে দুর্ঘটনার প্রক্রিয়ায় গত ২৯ জুলাই ঢাকার বিমান বন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই ছাত্রছাত্রী নির্মমভাবে হত্যার প্রতিবাদে গড়ে ওঠা কিশোর-কিশোরীদের বিক্ষোভ আন্দোলনের ন্যায্য দাবির সাথে একাত্মতা প্রকাশ করে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিব উল্লা। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি খলিলুর রহমান খান, সাধারণ সম্পাদক ব্রিগেঃ জেনাঃ (অবঃ) এম. জাহাঙ্গীর হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন, শাহজাহান কবির, প্রকাশ দত্ত ও সদস্য আনোয়ার হোসেন প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, গত এক সপ্তাহ ধরে চলমান ছাত্র বিক্ষোভের প্রেক্ষিতে সরকার তার সুষ্ঠু সমাধানের উদ্যোগ না নিয়ে গত ৩, ৪, ৫ আগস্ট ছত্রলীগ, পুলিশ মিলে ঢাকা শহরের বিভিন্ন স্পটে বেপরোয়া হামলা করে অনেক ছাত্র-ছাত্রীকে রক্তাক্ত করে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। দেশে সড়ক ও পরিবহনের অব্যবস্থাপনার দায় সরকার ও মালিকগোষ্ঠি এড়াতে পারে না। নেতৃবৃন্দ কোমলমতি ছাত্রছাত্রীদের ওপর সরকারের পেটোয়া বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে শ্রমিক-কৃষকসহ শ্রেণি পেশার ন্যায়সংগত আন্দোলন-সংগ্রাম দমনে সরকারের দলীয় ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সাথে নিরাপদ সড়কের দাবি আদায়ে সাম্রাজ্যবাদ সামন্তবাদ বিরোধী গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার প্রতিষ্ঠার দাবিতে শ্রমিক-কৃষক-ছাত্র-জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বার্তাপ্রেরক
আতিকুল ইসলাম টিটু
সদস্য
কেন্দ্রীয় কমিটি