১৬ সেপ্টেম্বর রবিবার দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল সাড়ে ৪টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

41903823_1419086311568673_877117426620170240_n
তারিখ:১৬/৯/১৮                      প্রেস বিজ্ঞপ্তি
“নির্বাচন গণতন্ত্রের পূর্ব শর্ত নয়, একটি গণতান্ত্রিক
সমাজ ব্যবস্থা-ই সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি ”জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টআজ ১৬ সেপ্টেম্বর রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল সাড়ে ৪টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর সহ-সভাপতি খলিলুর রহমান খান। বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর সাধারণ সম্পাদক ব্রিগে. জেনা. (অবঃ) এম. জাহাঙ্গীর হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, শাহজাহান কবির, যুব বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান খান। সমাবেশ পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। বক্তারা বলেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রশ্নে সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যকার প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতার ঊলঙ্গ বহিঃপ্রকাশ ঘটছে সকল ক্ষেত্রে। আর তার এদেশীয় দালালরা মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী রাশিয়া ও বৃহৎ সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত হওয়ার লক্ষে অগ্রসরমান পুঁজিবাদী চীনসহ অপরাপর সাম্রাজ্যবাদীদের আর্শিবাদ নিয়ে ও স্বার্থ রক্ষা করে ক্ষমতায় থাকতে ও আসতে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। মহাজোট সরকার সংবিধান ও গণতন্ত্র রক্ষার ধব্জাধারী হিসেবে নিজেদের প্রমাণ ও প্রতিষ্ঠিত করতে চাইলেও দেশে কার্যত কোন গণতান্ত্রিক পরিবেশ নেই। বরং বিভিন্ন কালাকানুন করে স্বৈরতন্ত্রকে ক্রমাগত তীব্রতর করা হচ্ছে। দেশে সভা-সমাবেশে বাঁধা, সংবাপত্রের স্বাধীনতা হরণ, হত্যা-খুন-গুম, হামলা-মামল গ্রেফতারসহ দমন-নিপীড়ণ চালিয়ে যাচ্ছে। শ্রমিক-কৃষক-জনগণের এবং জাতীয় জীবনের জরুরী সমস্যা নিয়ে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার পরিবেশ দেশে নেই। নেতৃবৃন্দ আরো বলেন, জনগণের মুক্তির পথে বাঁধা হচ্ছে সাম্রাজ্যবাদ ও তার দালালদের স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। আজ তাই প্রয়োজন গণতান্ত্রিক অধিকার ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম গড়ে তোলা।

বার্তা প্রেরক
(প্রকাশ দত্ত)
সহ-সাধারণ সম্পাদক
কেন্দ্রীয় কমিটি
০১৯-২৪০৪-৮১৩৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *