২৮ সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক ঐক্য(এআইডিইউ) এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল ৪.৩০ মিঃ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

28 09 2018

তারিখঃ ২৮/০৯/২০১৮ইং    প্রেস বিজ্ঞপ্তি

স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ও সরকারের বিপরিতে শ্রমিক-কৃর্ষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহবান।  AIDUএর সমাবেশ নেতৃবন্দ

আজ ২৮ সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক ঐক্য(এআইডিইউ) এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল ৪.৩০ মিঃ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন এআইডিইউ এর সমন্বয়ক জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারন সম্পাদক ব্রিগেঃ জেনারেল (অবঃ) এম জাহাঙ্গীর হুসাইন। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি সামসুজ্জোহা, জাতীয় বিপ্লবী ফ্রন্টের সভাপতি শ্রমিক আবুল হোসেন। সভা পরিচালনা করেন AIDUএর অন্যতম সদস্য মোঃ ইয়াসিন। নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদ ও তার দালালদের স্বার্থ রক্ষাকারী স্বৈরতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান দিয়ে শ্রমিক কৃষক জনগণের স্বার্থ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হতে পারে না। আজ প্রয়োজন গণতান্ত্রিক শক্তির ঐক্য এবং শ্রমিক-কৃষক জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম গড়ে তোলা। একই সাথে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের নির্বাচনকে ঘিরে আজ সাম্রাজ্যবাদের দালাল দলগুলো, বাম  নামধারী এনজিও মার্কা দলগুলো জোট, মহাজোট, জাতীয় ঐক্যের নামে যে তৎপরতা চালাচ্ছে এবং নির্বাচনকে ঘিরে দেশে যে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে তার মূলে রয়েছে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব। সাম্রাজ্যবাদী যুদ্ধ পরিকল্পনার প্রেক্ষিতে বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব রয়েছে এবং দালাল ভারতকে ঘিরে সাম্রাজ্যবাদী দেশগুলো তাদের পরিকল্পনা অগ্রসর করতে সচেষ্ট রয়েছে। সর্বশেষে নেতৃবৃন্দ বলেন, সমাবেশের অধিকার, মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা, ভোটাধিকার ও সকল ধরনের গণতান্ত্রিক অধিকার ভোগ করতে গেলে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন ছাড়া সম্ভব নয়। আজ তাই সকল গণতান্ত্রিক শক্তি, ব্যক্তি, শ্রেণিপেশার মানুষকে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হতে হবে।

বার্তা প্রেরক

প্রকাশ দত্ত

সদস্য

0১৯২৪0৪৮১৩৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *