হীনস্বার্থে ও স্বৈরতান্ত্রিক নিপীড়নকে তীব্র করে ক্ষমতা নিরুঙ্কুশ করতে পাশ করা হল ‘ডিজিটাল নিরাপত্তা বিল ২০১৮’

প্রেসবিজ্ঞপ্তি

প্রেসবিজ্ঞপ্তি
হীনস্বার্থে ও স্বৈরতান্ত্রিক নিপীড়নকে তীব্র করে ক্ষমতা নিরুঙ্কুশ করতে পাশ করা হল ‘ডিজিটাল নিরাপত্তা বিল ২০১৮’
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর সভাপতি ডা. এম এ করিম ও সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম জাহাঙ্গীর হুসাইন এক যুক্ত বিবৃতিতে বলেন, সংবিধানের ৩৯ ধারা এবং তথ্য অধিকার আইনের পরিপন্থি, রাজনৈতিক দল, সম্পাদক পরিষদ, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামের আপত্তি, মতামত ও ৫৭ ধারা বাতিলের প্রস্তাবকে অগাহ্য করে গতকাল সোমবার ‘ডিজিটাল নিরাপত্তা বিল ২০১৮’ পাশ করা হয়। নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন আপাতত দলীয় স্বার্থ থাকলেও এই আইন মূলতঃ স্বৈরতান্ত্রিক রাষ্ট্র এবং দালাল শাসক-শোষক গোষ্ঠির স্বার্থের প্রেক্ষিতে প্রণয়ন করা হয়েছে। যে কারণে ৭১ পরবর্তি বিভিন্ন সরকারের মেয়াদকালে পাশ হওয়া নিপীড়নমূলক কোন আইন বাতিল হয়নি বরং তা সংশোধনের নামে আরো বেশি নিপীড়নমূলক করা হয়েছে। এমনই বাস্তবতায় আজ সকল গণতান্ত্রিক শক্তি, ব্যক্তি, গোষ্ঠি সকলের দায়িত্ব স্বৈরতান্ত্রিক রাষ্ট্র এবং তার ধারক-বাহকদের বিরুদ্ধে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়া এবং আন্দোলন গড়ে তোলা।

বার্তাপ্রেরক
আতিকুল ইসলাম টিটু
সদস্য
কেন্দ্রীয় কমিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *