তারিখঃ ০৯/১০/১৮ সংবাদ বিজ্ঞপ্তি
সকল বিরোধী মতকে দমন এবং ক্ষমতা নিরঙ্কুশ করার অভিপ্রায়ে পাশ করা হল ‘ডিজিটাল নিরাপত্তা বিল ২০১৮’
সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক ঐক্য-এর সমন্বয়ক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক ব্রিগে. জেনা. (অব.) এম জাহাঙ্গীর হুসাইন, জাতীয় বিপ্লবী ফ্রন্টের সভাপতি শ্রমিক আবুল হোসেন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি সামসুজ্জোহা একযুক্ত বিবৃতিতে বলেন, গণতান্ত্রিক লেবাসধারী, স্বৈরাচারী মহাজোট সরকারের স্বৈরাচারী রূপের উলঙ্গ প্রকাশ ঘটেছে ‘ডিজিটাল নিরাপত্তা বিল ২০১৮’ পাশ করার মধ্য দিয়ে। একই সাথে নেতৃবৃন্দ বলেন, স্বৈরতান্ত্রিক রাষ্ট্র এবং তার স্বার্থ রক্ষাকারী রাজনৈতিক দল দিয়ে মানুষের বাক, ব্যক্তি, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ন্যূনতম গণতান্ত্রিক অধিকার, ব্যক্তি ও সমাজ জীবনের নিরাপত্তা ও নিশ্চয়তা কখনোই সম্ভব না। আজ প্রয়োজন স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করা।
বার্তা প্রেরক
প্রকাশ দত্ত
সদস্য
এআইডিইউ
০১৯২৪০৪৮১৩৯