আজ ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার বিকাল ৪ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংসদীয় স্বৈরতন্ত্র নবায়ন ও পাকাপোক্ত করার নির্বাচন নয়, শ্রমিক-কৃষক-জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ৫টি (জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় বিপ্লবী ফ্রন্ট, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ) সংগঠনের যৌথ কর্মসূচি পালিত

Kholil Khan

প্রেস বিজ্ঞপ্তি                                          তাং ২১ ডিসেম্ব ২০১৮

৫টি (জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় বিপ্লবী ফ্রন্ট, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ) সংগঠনের যৌথ কর্মসূচি পালিত

 

সংসদীয় স্বৈরতন্ত্র নবায়ন ও পাকাপোক্ত করার নির্বাচন নয়, শ্রমিক-কৃষক-জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আজ ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার বিকাল ৪ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় বিপ্লবী ফ্রন্ট, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ যৌথভাবে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর সাধারণ সম্পাদক ব্রিগে. জেনা. (অব.) এম জাহাঙ্গীর হুসাইন। বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি খলিলুর রহমান, জাতীয় বিপ্লবী ফ্রন্ট-এর সভাপতি শ্রমিক আবুল হোসেন, নয়া গণতান্ত্রিক গণমোর্চা-এর সভাপতি জাফর হোসেন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শামসুজ্জোহা, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ-এর সভাপতি মাসুদ খান। সমাবেশ পরিচালনা করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। সমাবেশে বক্তাগণ বলেন, স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অধীনে সুষ্ঠু নির্বাচন তথা শ্রমিক-কৃষক-জনগণের স্বার্থ প্রতিষ্ঠা হতে পারে না। প্রয়োজন সকল সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের পথে অগ্রসর হওয়া। একই সাথে মার্কিন-রুশসহ সকল সাম্রাজ্যবাদ, চীন, সাম্রাজ্যবাদের দালাল ভারতের তৎপরতা এবং তাদের এদেশীয় দালালদের বিরুদ্ধে জাতীয় ভিত্তিক সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ। বক্তাগণ আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপি সংঘাত-সংঘর্ষ বৃদ্ধি করে জনজীবনে সংশয় ও অনিশ্চয়তা সৃষ্টি করছে। এছাড়াও দেশব্যাপি অব্যাহত রয়েছে গুম, খুন, বিনাবিচারে হত্যা, রাষ্ট্র ও দলীয়  সন্ত্রাস। এ পরিস্থিতিতে প্রচলিত ব্যবস্থায় নির্বাচনে শ্রমিক-কৃষক-জনগণের মুক্তি আসবে না। আজ প্রয়োজন শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠায় লড়াইয়ের পথে অগ্রসর হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা।

 

বার্তা প্রেরক

প্রকাশ দত্ত

মোবাইল নং-০১৯২৪০৪৮১৩৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *