প্রেস বিজ্ঞপ্তি তাং ২১ ডিসেম্ব ২০১৮
৫টি (জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় বিপ্লবী ফ্রন্ট, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ) সংগঠনের যৌথ কর্মসূচি পালিত
সংসদীয় স্বৈরতন্ত্র নবায়ন ও পাকাপোক্ত করার নির্বাচন নয়, শ্রমিক-কৃষক-জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আজ ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার বিকাল ৪ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় বিপ্লবী ফ্রন্ট, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ যৌথভাবে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর সাধারণ সম্পাদক ব্রিগে. জেনা. (অব.) এম জাহাঙ্গীর হুসাইন। বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি খলিলুর রহমান, জাতীয় বিপ্লবী ফ্রন্ট-এর সভাপতি শ্রমিক আবুল হোসেন, নয়া গণতান্ত্রিক গণমোর্চা-এর সভাপতি জাফর হোসেন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শামসুজ্জোহা, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ-এর সভাপতি মাসুদ খান। সমাবেশ পরিচালনা করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। সমাবেশে বক্তাগণ বলেন, স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অধীনে সুষ্ঠু নির্বাচন তথা শ্রমিক-কৃষক-জনগণের স্বার্থ প্রতিষ্ঠা হতে পারে না। প্রয়োজন সকল সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের পথে অগ্রসর হওয়া। একই সাথে মার্কিন-রুশসহ সকল সাম্রাজ্যবাদ, চীন, সাম্রাজ্যবাদের দালাল ভারতের তৎপরতা এবং তাদের এদেশীয় দালালদের বিরুদ্ধে জাতীয় ভিত্তিক সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ। বক্তাগণ আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপি সংঘাত-সংঘর্ষ বৃদ্ধি করে জনজীবনে সংশয় ও অনিশ্চয়তা সৃষ্টি করছে। এছাড়াও দেশব্যাপি অব্যাহত রয়েছে গুম, খুন, বিনাবিচারে হত্যা, রাষ্ট্র ও দলীয় সন্ত্রাস। এ পরিস্থিতিতে প্রচলিত ব্যবস্থায় নির্বাচনে শ্রমিক-কৃষক-জনগণের মুক্তি আসবে না। আজ প্রয়োজন শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠায় লড়াইয়ের পথে অগ্রসর হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা।
বার্তা প্রেরক
প্রকাশ দত্ত
মোবাইল নং-০১৯২৪০৪৮১৩৯