জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ডা.এম এ করিম গতকাল ৪ নভেম্বর দুপুর ২.২৫মিনিটে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। আগামী ৭ নভেম্বর রবিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শেষ শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদমিনার (ঢাকা বিশ্ববিদ্যালয়) এ মরদেহ রাখা হবে । দুপুরে গুলিস্তানস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হবে। পরে জুরাইন কবরস্থানে দাফন সম্পন্ন হবে। ৭ নভেম্বর রবিবার পর্যন্ত কেন্দ্রীয় ও সকল জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলনসহ সকল কর্মসূচী সফল করার জন্য সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আশিকুল আলম সাধারন সম্পাদক ব্রি.জেনা(.অব) এম জাহাঙ্গীর হোসাইন সকল নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।