বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে হকারদেরকে উচ্ছেদ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ

তারিখঃ ১৫/০১/২০১৭
-ঃপ্রেস বিজ্ঞপ্তিঃ-

বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে হকারদেরকে উচ্ছেদ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর সভাপতি ডা. এম এ করিম ও সাধারণ সম্পাদক ব্রিগে. জেনা. (অব) এম জাহাঙ্গীর হোসাইন এক যুক্ত বিবৃতিতে বলেন ঢাকা শহরে লক্ষ লক্ষ শ্রমজীবি মানুষ বেঁচে থাকার জন্যে সামান্য পুঁজি নিয়ে ফুটপাথ বা রাস্তার পাশে জিনিসপত্র বিক্রি করে কোন রকম জীবন ধারন করে আসছে। এদরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ আরো বলেন, গ্রাম-গঞ্জ থেকে নদী ভাঙ্গা, ভূমি থেকে উচ্ছেদ হওয়া লক্ষ লক্ষ মানুষ শহরে বস্তিবাসি হয়ে রিক্সা-ভ্যান চালিয়ে, হকারি করে জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে। তাদেরকে পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হচ্ছে যা অমানবিক। আমরা সরকারের এই ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে এদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা ছাড়া উচ্ছেদ অভিযান না চালানোর দাবি জানান। তা না হলে যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় সরকারকেই বহন করতে হবে।

বার্তা প্রেরক
প্রকাশ দত্ত
সহ-সাধারণ সম্পাদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *